Skip to main content
Ekdiner Bhalobasa
Song Lyrics
By Gourab
Ekdiner Bhalobasa Song Lyrics
একদিনের ভালোবাসা গানের লিরিক্স

Song: Ekdiner Bhalobasa
Singer: Gourab Tapadar
Lyrics: Gourab Tapadar
Tune: Gourab Tapadar
Album: Ekdiner Bhalobasa
Presents By: JMR Music



♦একদিনের ভালোবাসা গানের লিরিক্সঃ

যদি একদিনের জন্যেও আমায় ভালোবাসো
যদি একদিনের জন্যেও আমায় স্পর্শ করো  
যদি একদিনের জন্যও আমার গায়ের গন্ধ 
তোমাকে উন্মাদ করে তোলে তবে ভালোবাসো 


যদি একটা রাস্তা পার হতে আমার হাত ধরো
যদি একটা হাসির জন্যে আমায় দায়ী করো
যদি একটা কথা বলবে বলে হাজার ভাবো
তবে মানবো তুমি সত্যি আমায় ভালোবাসো

তুমি চলতে গিয়ে যখন হঠাৎ বাদা পাবে
মনে রেখো আমার সব কথার সমাধান পাবে
প্রতিটি সময় প্রতিটি মুহূর্ত তোমার হবে
যদি ভাসো স্রোতের অবচেতন মনে

যদি একদিনের জন্যেও আমায় ভালোবাসো
যদি একদিনের জন্যেও আমায় স্পর্শ করো 
যদি একদিনের জন্যও আমার গায়ের গন্ধ
তোমাকে উন্মাদ করে তোলে তবে ভালোবাসো




Comments